সাংবাদিকের নামে মিথ্যা আইসিটি মামলার নিন্দা জানিয়েছে ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাব

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ years ago

ইউপি সদস্য কর্তৃক অন্যের ভোগ দখলীয় জমি জবর দখল ও গাছ কর্তনের সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক সকালের বার্তা পত্রিকার ক্রাইম রিপোর্টার আল মোমিন ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি নবীন হাসানের নামে মিথ্যা আইসিটি মামলা দায়ের এর তীব্র নিন্দা ও প্রতিবাদ সহ সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহরের দাবি জানিয়েছে সাংবাদিক সংগঠন ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাব।

মঙ্গলবার (১৭ মে) দিবাগত রাতে এক যৌথ বিবৃতিতে ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের সভাপতি বিধান চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম রঞ্জু সদর উপজেলার চিলারং ইউনিয়নের সংরক্ষিত ৭,৮ ও ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ারা বেগম কর্তৃক দায়েরকৃত মিথ্যা আইসিটি মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সহ অবিলম্বে এ মামলা প্রত্যাহরের দাবি জানান।

সাংবাদিক নেতারা জানান, সত্য সংবাদ প্রকাশ করতে গিয়ে আজ অন্যায়ভাবে এক নারী ইউপি সদস্য আইসিটি আইনে দুইজন সাংবাদিকের নামে মিথ্যা মামলা দায়ের করেছেন।মামলা-মোকদ্দমা হুমকি-ধামকি দিয়ে সাংবাদিকদের লেখনি অতীতেও বন্ধ করা যায়নি, ভবিষ্যতেও যাবে না।যতো বাঁধা-বিপত্তি আসুক সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের কলম চলবেই।

বিডি/ডেস্ক

  • মিথ্যা আইসিটি মামলার নিন্দা
  •  

    কপি করলে খবর আছে