হরিপুরে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু,আহত-৩

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ years ago

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ধানক্ষেতে নিড়ানি দেওয়ার সময় বজ্রপাতে পিয়ার আলী (২৭) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৩জন শ্রমিক।
শুক্রবার (২সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ৩ নং বকুয়া ইউনিয়নের মানিকখাড়ি গ্রামে বজ্রপাতে এ ঘটনা ঘটে।
মৃত পিয়ার মোহাম্মদ ওই গ্রামের সলেইমান আলীর ছেলে। এসময় মহসিন আলী (৩০) নামে একজন গুরুতর আহত হয়েছেন। তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এছাড়াও বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন। আহত মহসিন আলী একই গ্রামের মোঃ তসলিম উদ্দিনের ছেলে।
৩নম্বর বকুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, মানিকখাড়ি গ্রামের ৮ জন কৃষি শ্রমিক একটি ধানক্ষেত নিড়ানি দেওয়ার জন্য মাঠে যায়। ধানক্ষেত নিড়ানি দেওয়ার সময় দুপুরের দিকে বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাতে পিয়ার মোহাম্মদের মৃত্যু হয়। এতে গুরুতর আহত মহসিন আলী রাণীশংকৈল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এছাড়াও আহত আরও দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন বলেও জানান তিনি।
সত্যতা নিশ্চিত করে হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম  বলেন, বজ্রপাতে একজনের মৃত্যু খরব পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি/সালেহ
  • বজ্রপাতে মৃত্যু
  •  

    কপি করলে খবর আছে