হরিপুরে শতবর্ষী আম গাছের ডাল পড়ে নিহত-১, শিশুসহ আহত-২

লেখক: হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: ২ years ago

ঠাকুরগাঁওয়ের হরিপুরে পাকা রাস্তার উপর শত বছরের পুরনো আম গাছের ডাল ভেঙ্গে পড়ে একজন নিহত হয়েছে।এসময়  শিশুসহ গুরুতর আহত হয়েছে আরও ২জন ।
শুক্রবার সকালে হরিপুর উপজেলা সদরে সরকারী আম বাগানের পাকা রাস্তার পাশে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মোমেনা খাতুন(৬০)।তিনি উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর এর স্ত্রী।
আহতরা হলো- ওই গাছের নিচে সরকারী জায়গায় বসবাসকারী মৃত সামসুলের স্ত্রী সাদেনুর(৬০) ও কামালের শিশু কন্যা সিমা আক্তার(৮)। আহতরা বর্তমানে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, শুক্রবার সকালে উপজেলা সদরে সরকারী আম বাগানের পাকা রাস্তার পাশে বসে ছিলেন নিহত মোমেনা, সাদেনুর ও শিশু সিমা। এসময় হঠাৎ করে শতবর্ষী আম গাছের ডাল ভেঙ্গে তাদের উপর পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে সেখানে তাদের অবস্থার অবনতি হলে তিনজনকেই উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক।
সেখানে চিকিৎসারত অবস্থায় বিকেলে মোমেনা খাতুন মারা যায় বলে নিশ্চিত করেছেন তার পরিবার ।
এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা ঘটনাস্থল পরির্দশন করেন এবং আহতদের চিকিৎসার বিষয়ে আর্থিক সহযোগিতা ও খোঁজ খবর নেন।
বিডি/সালেহ
  • গাছের ডাল পড়ে আহত-২
  • নিহত-১
  •  

    কপি করলে খবর আছে