রাশিয়ার ক্ষমতায় বদল আনার ইঙ্গিত দেওয়া হয়নি বলে দাবি হোয়াইট হাউসের

লেখক: বাংলা ২৪ ভয়েস ডেস্ক
প্রকাশ: ৩ years ago

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর ‘ক্ষমতায় থাকতে পারেন না’ এমন মন্তব্যের মাধ্যমে তিনি রাশিয়ার ক্ষমতায় বদল আনার ইঙ্গিত দেননি বলে দাবি করেছে হোয়াইট হাউস।

শনিবার পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে পুতিনকে নিয়ে বাইডেনের মন্তব্যের পর হোয়াইট হাউস থেকে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়। খবর বিবিসির।

এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন, রাশিয়া বা অন্য কোথাও শাসনব্যবস্থা পরিবর্তন আনতে যুক্তরাষ্ট্রের কোনো পরিকল্পনা নেই।

ব্লিংকেন বলেন, প্রেসিডেন্ট বাইডেন সহজভাবে বলেছেন যে, পুতিনকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে দেওয়া যাবে না।

এদিকে বাইডেনের এ মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন মার্কিন বৈদেশিক সম্পর্ক পরিষদের সভাপতি ও প্রবীণ কূটনীতিক রিচার্ড হাস। এক টুইটে তিনি জানিয়েছেন, বাইডেনের এই মন্তব্য একটি বিরূপ পরিস্থিতিকে আরও বিরূপ ও বিপজ্জনক করে তুলবে। তিনি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দিকে ইঙ্গিত করে বাইডেন প্রশাসনকে রাশিয়ার সঙ্গে আলোচনার পরামর্শ দিয়েছেন।

ডেস্ক/বিডি

  • জো বাইডেন
  • হোয়াইট হাউজ
  •    

    কপি করলে খবর আছে