UAE এম্বাসেডরের উপহার পেল ঠাকুরগাঁওয়ের এক’শ হতদরিদ্র পরিবার

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ years ago

মরহুম এমপি খাদেমুল ইসলামের ছেলে দুবাইয়ের ডেপুটি কনস্যাল জেনারেল সাহেদুল ইসলামের তত্বাবধানে UAE এ্যাম্বাসেডর মো: আব্দুল্লাহ’র পাঠানো উপহার সামগ্রী পেয়েছেন ঠাকুরগাঁওয়ের হতদরিদ্র ১০০ পরিবার।

রবিবার (২ এপ্রিল) বিকেলে জেলা কালেক্টরেট স্কুল মাঠে এসব উপহার সমাগ্রী বিতরণ করা হয়।

এসময় এমপি পুত্র সাহেদুল ইসলাম জানান, UAE এ্যাম্বাসেডর বন্ধুবর আব্দুল্লাহ’র পাঠানো উপহার সামগ্রী সদর উপজেলার হতদরিদ্র ১০০ পরিবারের মাঝে তুলে দিতে পেরে ভালো লাগছে। এই রমজান মাঝে যাতে দরিদ্র পরিবারগুলো কষ্ট না পায়, সেজন্য প্রথম দফায় নিতান্ত গরীব শ্রেণির ১০০টি পরিবার চিহ্নিত করে তাদের উপহার সামগ্রী হিসেবে নিত্য প্রয়োজনীয় ৪৮ কেজি খাদ্যদ্রব্য প্রদান করা হলো, এ উদ্যোগ অব্যাহত থাকবে।

নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সামগ্রীর মধ্যে ছিলো ২০ কেজি চাল, ৩ কেজি মসুর ডাল, ৫ লিটার সয়াবিন তেল, আলু ১০ কেজি, মুড়ি ২কেজি, ছোলা বুট ৩ কেজি, লবন ২ কেজি, চিনি ২ কেজি ও খেজুর ১ কেজি।

উপহার সামগ্রী বিতরণকালে UAE এ্যাম্বাসেডরের দুইজন প্রতিনিধি, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি এএসএম রওশন উল পারভেজ, সাংগঠনিক সম্পাদক জিএম সিরাজী মিজান, সমাজসেবক বাবলু চৌধুরী বাবু, সাবেক ছাত্রনেতা মাহাবুব হোসেন রিপন সহ স্থানীয় আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ডেস্ক/বিডি

  • UAE এম্বাসেডরের উপহার
  • ঠাকুরগাঁওয়ের এক’শ হতদরিদ্র পরিবার
  •    

    কপি করলে খবর আছে