ঠাকুরগাঁওয়ে ৫ মাদকসেবির বিভিন্ন মেয়াদে সাজা

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

ঠাকুরগাঁও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে বিভিন্ন এলাকা থেকে ৫ মাদকসেবি আটক হয়েছে।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান ৪জনকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড ও একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক সৌমিক রায়।

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ ফরহাদ আকন্দ জানান, চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার সদর উপজেলার বরুনাগাঁও, চন্ডিপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় মোঃ রাজু আহমেদ (২৮), মোজাহার হোসেন (৩১), মাসুম (২৭), আব্দুল মান্নান (৬৫) ও শ্রী শুভ মহন্ত (৩২) নামে পাঁচ মাদকসেবিকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়।

পরে তাদের নিকট হতে ২ লিটার চোলাই মদ ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় আটককৃতরা তাদের দোষ স্বীকার করলে আদালতের বিচারক তাদের মধ্যে ৪জনকে এক মাস করে ও একজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

বিডি/ডেস্ক

  • ৫ মাদকসেবির বিভিন্ন মেয়াদে সাজা
  •    

    কপি করলে খবর আছে