রাণীশংকৈলে বিরল প্রজাতির গন্ধগোকুল উদ্ধার

লেখক: হুমায়ুন কবির, রানীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি
প্রকাশ: ১০ মাস আগে

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে একটি বিরল প্রজাতির গন্ধগোকুল আটক করেছে এলাকাবাসি। জানা গেছে, উপজেলার হোসেনগাঁও নিয়াপাড়া গ্রামের আব্দুল বারেক নামে এক ব্যক্তি তার বাড়ির একটি ঘরে গত শনিবার (১৭ জুন) রাতে হঠাৎ করে বিরল প্রজাতির এই প্রাণীটি দেখতে পায়। প্রথমে এটিকে মেছো বাঘ ভেবে আতংকে পড়ে যায় বারেকের পরিবার। পরদিন সকলে মিলে এটিকে কৌশলে ধরে লোহার শিকল দিয়ে পা বেঁধে রাখে।
রবিবার (১৮ জুন) রানীশংকৈল বনবিভাগের কর্মকর্তা শাহাজাহান আলীকে খবর দিলে তিনি ঘটনাস্থলে গিয়ে এটিকে বিলুপ্ত প্রায় গন্ধগোকুল প্রাণী হিসাবে সনাক্ত করেন। এদিন  বিকালে তারা প্রাণীটিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন।
রাণীশংকৈল উপজেলা বন বিভাগের কর্মকর্তা শাহাজাহান আলী বলেন, গন্ধগোকুল একটি অরক্ষিত প্রাণী। এরা নিশাচর।  মূলত এরা ফল খেকো হলেও কীটপতঙ্গ ও শামুক খেয়ে জীবনযাপন করে। এছাড়াও এরা ইঁদুর খেয়ে ফসলের উপকার করে থাকে ।
তিনি আরো বলেন, প্রাণীটিকে সুরক্ষিত অবস্থায় বীরগঞ্জ বন সার্কেলে পাঠানো হবে। সেখানে সিংড়া ফরেস্টে এটিকে অবমুক্ত করা হবে।
ডেস্ক/বিডি/হুমায়ুন
  • গন্ধগোকুল
  • বিরল প্রজাতি
  •    

    কপি করলে খবর আছে