ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৭ মাস আগে

কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনা মোতাবেক আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করতে ও তৃণমুল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে ঠাকুরগাঁওয়ে ধারাবাহিকভাবে ইউনিয়ন পর্যায়ে যুবলীগের কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও সদর উপজেলার ১৩নং গড়েয়া ইউনিয়নের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গড়েয়া ডিগ্রী কলেজ মাঠে এ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন গড়েয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো: জামাল উদ্দীন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আব্দুল মজিদ আপেল। গেষ্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য দেবাশীষ দত্ত সমীর।

সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঠাকুরগাঁও সদর উপজেলা শাখার সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সরকার।

গড়েয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগ আয়োজিত ত্রিবার্ষিক সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গড়েয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি মো: আফিজার রহমান দুলাল, সাধারণ সম্পাদক ও গড়েয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: রইছ উদ্দীন সাজু, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন ঘোষ সহ স্বেচ্ছাসেবকলীগ, যুব মহিলালীগ, যুবলীগের জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

সম্মেলনের ২য় অধিবেশনে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন মো: আপেল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো: হেলাল।

এর আগে একই মঞ্চে কেক কেটে দলের সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানষকন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মবার্ষিকি উৎসব পালন করেন যুবলীগ নেতৃবৃন্দরা।

ডেস্ক/বিডি

  • যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন
  •    

    কপি করলে খবর আছে