ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ১৯ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

লেখক: বাংলা ২৪ ভয়েস ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে

আগামী ৭ জানুয়ারী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলার ৩টি আসনে আওয়ামীলীগ,জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি সহ বিভিন্ন দলের ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৭ জন, ঠাকুরগাঁও-২ আসনে ৬জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৪ টা পর্যন্ত তারা ঠাকুরগাঁও জেলা রিটার্নিং অফিসার এবং সহ:রিটানিং অফিসারের নিকট এসব মনোনয়নপত্র জমা দেন।

ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৭ জন । তারা হলেন-আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে যুব মহিলা লাীগ নেত্রী তহমিনা আখতার মোল্লা, জাতীয় পার্টির মনোনীত রাজিউর রাজী চৌধুরী স্বপন , ওয়ার্কাস পার্টির অ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী, জাকের পার্টির মাহবুবুর রহমান ডালিম, ন্যাশনাল পিপলস্ পার্টির রাজিউল ইসলাম, ইসলামী ঐক্যজোটের মো: রফিকুল ইসলাম ।

ঠাকুরগাঁও-২ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬ জন । তারা হলেন- আওয়ামীলীগ মনোনীত ও ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন সদ্য পদত্যাগী বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, জাতীয় পার্টির মনোনীত নুরুন নাহার বেগম,তৃণমূল বিএনপির মোজাফ্ফর হোসেন,বাংলাদেশ কংগ্রেস মনোনীত রিম্পা আকতার এবং জাকের পার্টির সূর আলম সিদ্দিক।

ঠাকুরগাঁও-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬ জন । তারা হলেন- আওয়ামীলীগ মনোনীত সাবেক এমপি ইমদাদুল হক, ওয়াকার্স পার্টির গোপাল চন্দ্র , জাতীয় পার্টির মনোনীত হাফিজ উদ্দীন আহম্মদ, এনপিপি পার্টির শেখ সালাউদ্দীন, বিকল্প ধারা এসএম খলিলুর রহমান সরকার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোছা. আশামনি।

ঠাকুরগাঁও জেলা রিটার্নিং অফিসার ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান জানান, একটি সুষ্ঠ অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পাদনের জন্য যে কর্ম পরিবেশ থাকা দরকার ঠাকুরগাঁওয়ে তা থাকবে। এখানে নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ মাঠে থাকবে। পুলিশ, আনসার, গ্রাম পুলিশ সহ অন্যান্য যে সব অংশের থেকে আমরা তথ্যগত সহযোগিতা পেয়ে থাকি সবগুলো প্রস্তুত থাকবে।

ডেস্ক/বিডি/শেখ

  • ১৯ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
  •    

    কপি করলে খবর আছে