ঠাকুরগাঁওয়ে শোক দিবস উপলক্ষে উপজেলা শিল্পকলা একাডেমির স্মরণ সভা

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৮ মাস আগে

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, মহান স্বাধীনতার স্থাপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকি পালন উপলক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯ আগষ্ট দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা শিল্পকলা একাডেমির হলরুমে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান।

সদর উপজেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক মো: রফিকুল ইসলাম ও আশরাফুল ইসলাম শাওন এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব বিধান চন্দ্র দাস, বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রের সহকারি পরিচালক অভিজিৎ সরকার, প্রশিক্ষক জ্যোতিষ রায়, প্রিয়াংকা দাস, অভিভাবক দীপালি রায় প্রমুখ।

স্মরণ সভায় বক্তারা ১৫ আগষ্টে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে শাহাদৎ বরণকারি জাতির পিতা বঙ্গবন্ধু, তাঁর পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করেন।

শেষে শিল্পকলা একাডেমির প্রশিক্ষণার্থীরা আবৃতি-নৃত্য ও সংগীতের মাধ্যমে জাতির পিতাকে স্মরণ করে চিত্রাংকন, আবৃতি ও নৃত্য পরিবেশন করেন।

ডেস্ক/বিডি

  • স্মরণসভা
  •    

    কপি করলে খবর আছে