ঠাকুরগাঁওয়ে হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের গণঅনশন

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৮ মাস আগে

সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ সরকারি দলের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবীতে ঠাকুরগাঁওয়ে সকাল-সন্ধ্যা গণঅনশন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ঠাকুরগাঁও প্রেসক্লাবের সামনে হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখা এই কর্মসুচি পালন করে।

হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি প্রবীর কুমার রায়ের সভাপতিত্বে
অন্যান্যের মধ্যে সংগঠনটির সাধারন সম্পাদক প্রবির গুপ্ত বুয়া, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক তপন কুমার ঘোষ, শুকদেব চন্দ্র দাস সহ শতাধিক সদস্য কর্মসুচিতে অংশ নেন।

হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সাধারন সম্পাদক প্রবির গুপ্ত বুয়া বলেন, নির্বাচন যায় আবারো নির্বাচন আসে, কিন্তু কেউই প্রতিশ্রুতি রক্ষা করেনা। বর্তমান সরকার ২০১৮ এর জাতীয় নির্বাচনের পূর্বে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ সহ সংখ্যালঘু সম্প্রদায়ের সাত দফা দাবী পূরণে প্রতিশ্রুতি দিলেও তা এখনো বাস্তবায়ন করা হয় নাই। তাই সংখ্যালঘুদের উপর সহিংসতা বন্ধ সহ সকল প্রতিশ্রুতি দ্রুত পূরণ করা না হলে দাবী আদায়ে আরো কঠোর কর্মসুচি দেয়া হবে বলেও জানান তিনি।

ডেস্ক/বিডি

  • হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের গণঅনশন
  •    

    কপি করলে খবর আছে