রাণীশংকৈলে বংশাই এক্সপ্রেসের সুপারভাইজার ফেন্সিডিলসহ গ্রেপ্তার 

লেখক: বাংলা ২৪ ভয়েস ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বংশাই এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব ১২-২৩১৪) নামে এক নৈশকোচের সুপারভাইজার খোরশেদ আলম ওরফে মুন্না (৩৪)কে ৪০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেছে রাণীশংকৈল থানা পুলিশ।
গতকাল শুক্রবার (১ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার নেকমরদ বাজার এলাকার এম প্লাস মার্কেটের সামনে থেকে রাণীশংকৈল থানার উপ-পরির্দশক (এস আই) এরশাদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করে।
রাণীশংকৈল থানার উপ-পরির্দশক(এস আই) এরশাদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নৈশকোচের সুপারভাইজারকে ৪০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।
আটক নৈশকোচের সুপারভাইজার মুন্না রাণীশংকৈল পৌর শহরের দক্ষিণ সন্ধ্যারই গ্রামের মৃত আবু সুফিয়ানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্যাগভর্তি ফেন্সিডিল নৈশকোচের লোকারে রাখার সময় হাতেনাতে সুপারভাইজারকে আটক করে পুলিশ।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান,৪০ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
ডেস্ক/বিডি/এইচকে
  • সুপারভাইজার ফেন্সিডিলসহ গ্রেপ্তার
  •    

    কপি করলে খবর আছে