রুহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব উদযাপন

লেখক: কুদরত আলী, ঠাকুরগাঁও
প্রকাশ: ১ বছর আগে

যদিও নাগরিক জীবনে সবাই ব্যস্ত নিজস্ব জীবন নিয়ে! কিন্তু জীবন মানেই ভালোবাসার সুযোগ। আর ভালোবাসার সবটা জুড়ে থাকে বন্ধুর দল। বন্ধু মানেই স্কুল পালানো এক দল দুরন্ত কিশোর কিশোরী। পথ চলতে চলতে মানুষের জীবন অনেকের সাথেই বন্ধুত্ব হয়! কিন্তু স্কুল কলেজের বন্ধুদের সাথে তার তুলনা চলে না।”এসো মিলি প্রাণের টানে, প্রিয় আঙিনায় আরেকবার” এই স্লোগানে (২৯ অক্টোবর ) শনিবার দিন ব্যাপী রুহিয়া উচ্চ বিদ্যালয়ের ১৯৩৩ থেকে ২০২১ সালের ব্যাচের ছাত্র ছাত্রীদের অংশগ্রহনে পূনর্মিলনী উৎসব -২২ অনুষ্ঠান বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।ব্যাপক আনন্দ, উদ্দীপনা ও হৈ-হুল্লোরের মধ্য দিয়ে এই পূনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রথম অধিবেশনে পবিত্র কোরআন তেলওয়াত ও পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে বিদ্যালয়ের সভাপতি পরেশ চন্দ্র সেন ও সাবেক প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জাতীয় সংগীত এবং পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন। দিন ব্যাপী অনুষ্ঠানে অবসর প্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা প্রদান এবং পুরুস্কার বিতরণ সহ দুপুরের খাবার পরিবশন করা হয়।

পূনর্মিলনী অনুষ্ঠানে রুহিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে রুহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী নুরুল হুদা স্বপনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, প্রাক্তন ছাত্র ও অবঃ মেজর জেনারেল রফিকুল ইসলাম, প্রাক্তন ছাত্র ও ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, প্রাক্তন ছাত্র ও কৃষি সম্প্রসারণ অফিসার নজরুল ইসলাম, রুহিয়া গিন্নি দেবী আগরয়াল মহিলা কলেজের অধ্যক্ষ ও প্রাক্তন ছাত্র এবং পূর্ণমিলনী অনুষ্ঠানের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, প্রাক্তন ছাত্র ও মথুরাপুর পাবলিক হাই স্কুলের অবঃ প্রধান শিক্ষক খলিলুর রহমান, রুহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমূখ।

এসময় রুহিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ও প্রাক্তন ছাত্র পার্থ সারথি সেন, রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রাক্তন ছাত্র আবু সাঈদ বাবু, ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও প্রাক্তন ছাত্র মনিরুল হক বাবু, ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অনিল কুমার সেন, ২ নং আখানগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও প্রাক্তন ছাত্র রোমান বাদশা, ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও প্রাক্তন ছাত্র খাদেমুল ইসলাম সরকার, ২১ নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও প্রাক্তন ছাত্র অখিল চন্দ্র রায় সহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দ্বিতীয় অধিবেশন বিকেলে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহনে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিডি/ডেস্ক

   

কপি করলে খবর আছে