সড়কে শৃঙ্খলা আনতে ঠাকুরগাঁও ট্রাফিক পুলিশের নানা উদ্যোগ

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৮ মাস আগে

সড়কে শৃঙ্খলা আনতে, পথচারীদের সঠিক নিয়মে সড়ক পথ ব্যবহার করতে ও যানবাহন চলাচল নির্বিঘ্নে করতে নানা উদ্যোগ গ্রহন করে ঠাকুরগাঁও জেলা ট্রাফিক পুলিশ বিভাগ। কর্মসুচি বাস্তবায়নে হিসেবে নিয়মিতভাবে সাধারণ পথচারী ও যানবাহন চালকদের নিয়ে মতবিনিময় সভা করছে ট্রাফিক শাখা।

এরই অংশ হিসেবে শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড চত্বরে এক মতবিনিময় সভা করা হয়। মতবিনিময় সভায় সাধারণ পথচারীদের নির্বিঘ্নে সড়ক পথ ব্যবহারে নানা পরামর্শ প্রদান করেন জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক প্রদীপ কুমার সাহা।

এসময় তিনি পথচারীদের ফুটপাত ব্যবহার সহ ব্যস্ততম সড়ক ব্যবহারে সঠিক নিয়মনীতি তুলে ধরেন।

জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের ট্রাফিক শাখা আয়োজিত সড়কে শৃঙ্খলা আনয়নে সড়ক ব্যবহারকারীদের নিয়ে মতবিনিময় সভায় জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ মো: আমজাদ হোসেন সহ ট্রাফিক শাখার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সড়কে শৃঙ্খলা আনয়নে সড়ক ব্যবহারকারীদের নিয়ে এ ধরণের মতবিনিময় সভা জনকল্যান বয়ে আনবে বলে মনে করেন মতবিনিময় সভায় অংশ নেওয়া সাধারণ পথচারীরা।

ডেস্ক/বিডি

  • ট্রাফিক পুলিশের নানা উদ্যোগ
  •    

    কপি করলে খবর আছে