ঠাকুরগাঁও কেন্দ্রীয় শ্রী শ্রী শ্মশান কালী মন্দির কমিটির সভাপতি-রিংকু, সম্পাদক-সুমন

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ মাস আগে

ঠাকুরগাঁও কেন্দ্রীয় শ্রী শ্রী শ্মশান কালী মাতা মন্দির কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইন্দ্রজিত গুহ ঠাকুরতা রিংকু ও সম্পাদক পদে পুণরায় নির্বাচিত হয়েছেন সুমন কুমার ঘোষ। শুক্রবার (৩০ জুন) বিকেলে মন্দির চত্বরে অনুষ্ঠিত সাধারণ সভায় নির্বাচিত হন তারা। নির্বাচিতরা আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

ঠাকুরগাঁও কেন্দ্রীয় শ্রী শ্রী শ্মশান কালী মাতা মন্দির কমিটির সভাপতি মনোরঞ্জন কুমার সিংহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. অরুণাংশু দত্ত টিটো।

এসময় বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টাণ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর গুপ্ত বুয়া, কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দির কমিটির সা: সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর সহ হিন্দু ধর্মালম্বী সংগঠনগুলোর নেতৃবৃন্দ ও মন্দির কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে উপস্থিত সকলের সামনে মন্দিরের আয়-ব্যায়ের হিসেব তুলে ধরেন মন্দির কমিটির সা: সম্পাদক সুমন কুমার ঘোষ।

ডেস্ক/বিডি

  • কালী মন্দির কমিটি
  •    

    কপি করলে খবর আছে