প্রকাশিত সংবাদের প্রতিবাদ

লেখক: বাংলা ২৪ ভয়েস ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

গত ৮ মার্চ ও ৯ মার্চ অনলাইন নিউজ পোর্টাল দৈনিক আলোকিত নিউজ সহ বিভিন্ন অনলাইন ও জাতীয় পত্রিকায় “টিসিবির পণ্য প্যাকেটজাতে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে সংশ্লিষ্ট পত্রিকার সাংবাদিক আমাদের (মোঃ কামরুল হাসান, সত্ত্বাধিকারী মেসার্স পিহু ভ্যারাইটিজ স্টোর, আরিফ হোসেন,সত্ত্বাধিকারী ভাই ভাই স্টোর, সৈয়দ মোঃ শাকিল,সত্ত্বাধিকারী মেসার্স সাকিল স্টোল, মোঃ সাজেদুর রহমান সাজু, সত্ত্বাধিকারী মেসার্স সাজু এন্টার প্রাইজসহ আরো কয়েকজন) কোনরূপ বক্তব্য না নিয়েই আমার ও আমাদের প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে সংবাদ প্রকাশ করেছে -যা ডাহা মিথ্যা ও বানোয়াট, ভিত্তিহীন। সংবাদে উল্লেখ করা হয় ডিসি অফিসের অফিস সহকারি শহিদুল ইসলামের নির্দেশে মিন্টু শ্রমিক খরচ এক টাকা ও প্যাকেটজাতকরণে এক টাকা করে আমার সহ অন্যান্য ডিলারদের কাছ থেকে গ্রহন করে আসছে। এমন ধরণের কোন কথা বা বক্তব্য আমরা কোন সাংবাদিক ভাইকে বলিনি। প্রকৃত পক্ষে মশুরডাল প্যাকেজিং বাবদ যে পরিমানের বরাদ্দ পাওয়া যায় সে পরিমান বরাদ্দ দিয়ে শ্রমিকদের মজুরি পরিশোধ করা সম্ভব হয়না। প্রতি মাসেই ঘাটতি থেকেই যায়। তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন ভূইয়া মহোদয় আমাদের সাথে কথা বলে শ্রমিকদের ঘাটতির টাকা পরিশোধের জন্য অনুরোধ করেন। আমরা উক্ত ঘাটতিকৃত টাকা প্রতি মাসে পরিশোধ করেছি মাত্র। এখানে জেলা প্রশাসন বা মো: শহিদুল ইসলাম কোনভাবেই জড়িত নয়। মো: শহিদুল ইসলাম-কে জড়িয়েও যে সংবাদ প্রকাশিত হয়েছে সেটিও মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন ভূইয়া ঠাকুরগাঁও জেলা হতে বদলি হওয়ার কারণে বিষয়টিতে মোঃ শহিদুল ইসলাম-কে জড়ানো হয়েছে। এছাড়াও টিসিবি প্যাকেটজাত করণে টাকা অনিয়মের বিষয়ে আমরা কোন ডিলার কোথাও লিখিত অভিযোগ উত্থাপন করিনি এবং অভিযোগ করার মতও বিষয়টি নয়। তাই আমরা উক্ত প্রকাশিত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদকারীর পক্ষে


সুব্রত সরকার
সত্ত্বাধিকারী
স্বর্গ-সমুদ্র ট্রেডার্স

  • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
  •    

    কপি করলে খবর আছে