ঠাকুরগাঁও জেলা পরিষদের ৩৫ কোটি ৬৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ মাস আগে

ঠাকুরগাঁও জেলা পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের জন্য ৩৫ কোটি ৬৬ লক্ষ ৪৩ হাজার চারশত পনের টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।
২৫ জুন, রোববার দুপুরে ঠাকুরগাঁও জেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত বাজেট সভায় এ ঘোষণা দেওয়া হয়। ঠাকুরগাঁও জেলা পরিষদের আয়োজনে বাজেট অনুষ্ঠানে
ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি মুহা. সাদেক কুরাইশীর সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রামকৃষ্ণ বর্মন, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, পীরগঞ্জ পৌরসভার মেয়র একরামুল হক, ঠাকুরগাঁও জেলা পরিষদ সদস্য ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, সদস্য আফসানা বেগম, মোছা: সাবিনা ইয়াসমিন রিপা, শামসুজ্জামান শান্ত, মোস্তাফিজুর রহমান, সহকারী প্রকৌশলী এজাহারুল হক, উপ- সহকারী প্রকৌশলী জাকির হোসেন, হিসাব রক্ষক দিলীপ কুমার রায় প্রমুখ।
সভায় ২০২৩-২৪ অর্থ বছরে ঠাকুরগাঁও জেলা পরিষদের মোট ৩৫ কোটি ৬৬ লাখ, ৪৩ হাজার ৪১৫ টাকা আয় ও ব্যয় হিসেব ধরে বাজেট ঘোষনা করেন জেলা পরিষদ চেয়ারম্যান মুহা. সাদেক কুরাইশী।
ডেস্ক/বিডি
  • জেলা পরিষদ
  • বাজেট ঘোষনা
  •    

    কপি করলে খবর আছে