ঠাকুরগাঁওয়ে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাই; নারীসহ আটক-৩

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ years ago

ঠাকুরগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার (৯ অক্টোবর) দিবাগত রাতে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের নিলারহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন।

ওসি কামাল হোসেন জানান, আটকৃত সাথী ও তার সঙ্গীরা যাত্রীবেশে ভুল্লি বাজার যাওয়ার উদ্দেশ্যে শহরের জেলা স্কুলের সামনে থেকে একটি ব্যাটারী চালিত অটো রিক্সা ভাড়া করেন। রিক্সাটি রাত ৯ টা নাগাদ সালান্দর ইক্ষু খামার নির্জন এলাকায় পৌঁছালে সাথী ও তার সহযোগী আইয়ুব আলী ও দুলাল রিক্সা চালক আব্দুর রাজ্জাকের মুখ চেপে ধরে এবং এলোপাথাড়ি মারতে শুরু করে ।

এক পর্যায়ে অটো চালককে মেরে ফেলার উদ্দেশ্যে গামছা দিয়ে গলা চেপে ধরা হয় এবং তাকে মৃত ভেবে ইক্ষু ক্ষেতে ফেলে দিয়ে অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যায়। এসময় ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে একজন মোটরসাইকেল আরোহী অটো চালককে দেখতে পান এবং তাকে উদ্ধার করেন। পরে হেল্পলাইন ৯৯৯ নাম্বারে ফোন দিলে সদর থানাপুলিশ ছিনতাইকারী ৩ সদস্যকে আটক করতে সক্ষম হয়।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং এই চক্রের সাথে জড়িত অন্যদের ধরতে চেষ্টা চলছে বলে জানান মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই বিদ্যুৎ রায় ।

বিডি/পিএস

  • যাত্রীবেশে অটোরিকশা ছিনতাই
  •    

    কপি করলে খবর আছে